Friday, 4 March 2016
How to Keep Your Old Sweater Like Before দারুন একটু উপায়ে পুরানো সোয়েটা...
সময় হয়েছে পুরানো শীতের পোশাক বের করার। কিন্তু সবচেয়ে প্রিয় সোয়েটারটি বের করে দেখলেন তাতে আঁশ উঠে গেছে। নতুন ভাবটা আর নেই।
কী করবেন এই অবস্থায়? সহজেই আপনার পুরানো আঁশ উঠা সোয়েটারকে প্রায় নতুনের মতো করে নিতে পারেন। এজন্য আপনার প্রয়োজন শুধু একটি নতুন শেভিং রেজর।
আঁশ উঠে যাওয়া সোয়েটার ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা ভাব যেন না থাকে। সমতল টেবিলে সোয়েটারটি মেলে দিন। এবার ধীরে ধীরে শেভিং রেজরটি দিয়ে আঁশ পরিষ্কার করতে থাকুন।কাজটি করতে একটু ধৈর্য প্রয়োজন।
তবে কাজ শেষ হওয়ার পর ফল দেখলে আপনি চমৎকৃত হবেন। শুধুমাত্র সোয়েটারই নয়, আঁশ উঠে যাওয়া যে কোনো পোশাক এভাবে আপনি নতুনের মতো করে নিতে পারেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment