Sunday, 6 March 2016
How to Make Natural Cleaner ঘরেই তৈরি করুন রাসায়নিক দ্রব্য মুক্ত ন্যাচা...
– ১/৪ থেকে ১/২ কাপ সাদা ভিনেগার
– ২ টেবিল চামচ বেকিং সোডা
– কয়েক ফোঁটা টি ট্রি অয়েল বা এসেন্সিয়াল অয়েল
– পানি
– স্প্রে বোতল
* যেভাবে তৈরি করবেন
স্প্রে বোতলে সাদা ভিনেগার এবং বেকিং সোডা মিশিয়ে নিন।
এর সাথে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন।
এবার স্প্রে বোতলটি পানি দিয়ে ভরে নিন।
তারপর বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নিন। এমনভাবে ঝাঁকাবেন যাতে সব উপাদান ভালভাবে মিশে যায়।
যেভাবে কাজ করে
ভিনেগার পানির দাগসহ যেকোন প্রকারের দাগ দূর করে থাকে। ভেজা অবস্থায় হয়তো ভিনেগারের গন্ধ লাগবে, কিন্তু শুকিয়ে গেলে এই গন্ধ আর থাকবে না।
বেকিং সোডাতে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান আছে যা জীবাণু ধ্বংস করে থাকে। এসেন্সিয়াল অয়েল ক্লিনারে একটি সুন্দর গন্ধ দিয়ে থাকে। আর এর অ্যান্টি- মাইক্রোবিয়াল উপাদান বিভিন্ন জীবাণু বংশবৃদ্ধি রোধ করে থাকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment